ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হলের ক্যানটিনের পাঁচ ফুটের একটি দেয়াল ভেঙে পড়েছে। এতে একজন কর্মচারী ও তাঁর ভাই আহত হয়েছেন৷ ঘটনার তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন দিতে তিন সদস্যের কমিটি গঠন করেছে হল প্রশাসন।
আজ সোমবার বেলা দুইটার দিকে হল ক্যানটিনের কাউন্টারের সামনের ওই দেয়ালটি ভেঙে পড়ে ৷ ১০-১২ বছর আগে রড ছাড়াই দেয়ালটি নির্মাণ করা হয়েছিল৷
ঘটনার পর হলটির প্রাধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রশীদ আবাসিক শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৌশলীকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷
জসীমউদদীন হলের এই ক্যানটিনের পরিচালক মোবারক মজুমদার বলেন, বেলা দুইটার পর দেয়ালটি ভেঙে পড়ে ৷ এটি ডান পাশে পড়ায় তেমন হতাহতের ঘটনা ঘটেনি ৷ বাম পাশে হলের কর্মচারীরা ছিলেন ৷ দেয়ালটি সেদিকে পড়লে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত ৷ এই ঘটনার সময় হলের কাঠমিস্ত্রি শংকর তাঁর ভাইকে নিয়ে দেয়ালটির পাশের টেবিলে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন ৷ সৌভাগ্যক্রমে তাঁরা খুব বেশি আঘাত পাননি৷
দুজনের আঘাত তেমন গুরুতর নয়। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর আমরা প্রকৌশলী নিয়ে তাৎক্ষণিকভাবে ক্যানটিন পরিদর্শন করেছি ৷ কী কারণে দেয়ালটি ভেঙে পড়ল, তা খুঁজে বের করে সুপারিশসহ প্রতিবেদন দিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷ কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে ৷ কমিটির প্রতিবেদন ও সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ৷