দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত) করোনা সংক্রমিত একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৪২ জন। আগের দিনের চেয়ে মৃত্যু ও রোগী শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের হার।
আগের দিন করোনায় দুজনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, রোগী শনাক্ত হয়েছিল ৩৮২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৬ হাজার ৯১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক শূন্য ২। আগের দিন এ হার ছিল ১ দশমিক ৯৫।
করোনার ডেলটা ধরনের দাপটে এ বছরের মাঝামাঝিতে দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে। বেশ কয়েক সপ্তাহ ধরে করোনা শনাক্ত ১ শতাংশের ঘরে ছিল। এখন তা আবার বেড়ে ২ শতাংশের ওপরে উঠল।
গত ২৪ ঘণ্টায় যে ৩৪২ জনের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে ঢাকা বিভাগের বাসিন্দা ২৭৭ জন। আর মারা যাওয়া ব্যক্তি নারী। তিনি রাজশাহী বিভাগের বাসিন্দা।
গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮২ হাজার ৭১০, তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫৫ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৯৫৬ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩১২ জন সুস্থ হয়েছেন।