রাজধানীর নীলক্ষেতে বইয়ের বাজারে আগুন লেগেছে। আজ মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে আগুন লাগে। রাত সোয়া আটটায় এ প্রতিবেদন লেখার সময়ও আগুন জ্বলছিল।
তাৎক্ষণিকভাবে আগুনে কেউ হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্তব্যরত ফায়ার ফাইটার মো. আনিসুর রহমান বলেন, বইয়ের বাজারে রাত ৭টা ৪৩ মিনিটে আগুন লাগে। এর পরপরই সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চলে যায়। এখনো আগুন নেভানোর কাজ চলছে।
মো. আনিসুর রহমান জানান, ফায়ার সার্ভিসের পলাশী, লালবাগ ও সিদ্দিকবাজার কার্যালয় থেকে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।