প্রতিবছর ফেব্রুয়ারি আসে বইমেলার বারতা নিয়ে। যদিও এবার একটু দেরি করে এসেছে। তাতে অবশ্য মন্দ কিছু হয়নি—এবার বসন্ত আর বইমেলা এসেছে হাত ধরাধরি করে। শাহবাগ থেকে টিএসসির পথে কোকিলের কুহু ডাক আর আমের মুকুলের ঘ্রাণ দ্রুত টেনে নিয়ে যায় টিএসসির দিকে।
খোলা আকাশের নিচে বসন্ত বাতাসে প্রাণভরে শ্বাস নিয়ে টিএসসির দিকে তাকাতেই চোখ আটকে যায় চায়ের দোকানগুলোতে। বসন্তের ছোঁয়া যেন এসে লেগেছে প্রতিটি স্টলে। কাঠের বেঞ্চ, পানি রাখার পাত্র, কেটলি— সবকিছুতেই শিল্পীর হাতের মায়াবী ছোঁয়ায় ফুটে উঠেছে নান্দনিক রিকশাচিত্র।
মেহগনিগাছের নিচে চায়ের দোকানের সামনে জন দশেক তরুণ-তরুণীর জটলা। এর মধ্য দিয়ে একজন হাঁক দিয়ে বললেন, ‘মামা ডাইরেক লিগার লাল চা।’ হাসিমুখে স্বপন মামা টুং টাং শব্দে বানাতে শুরু করলেন চা। টিএসসির এমন এক চায়ের আড্ডা থেকেই দোকানগুলোতে রিকশাচিত্র ফুটিয়ে তোলার চিন্তা আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্রী শিরিন শিলার মাথায়। সঙ্গে সঙ্গে তিনি বন্ধুদের জানান বিষয়টা। বন্ধুরাও রাজি হয়ে গেলেন বিনা বাক্যব্যয়ে।