নরসিংদীর পলাশ উপজেলায় একটি কলেজের একই শিক্ষাবর্ষের ১৬ শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে কলেজটির একটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পিটিয়ে জখম করার ঘটনা ঘটলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়লে গতকাল রাতেই তাঁকে আটক করা হয়।
অভিযুক্ত অধ্যক্ষের নাম আমির হোসেন গাজী। তিনি উপজেলার পলাশ থানা সেন্ট্রাল কলেজ নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ। গতকাল বিকেলেই ঘটনার সত্যতা পেয়ে ওই অধ্যক্ষকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, আমির হোসেন গাজীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কলেজটির ১৬ শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে।
পিটুনির শিকার শিক্ষার্থীরা বলেন, কলেজটিতে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে নিয়মিত ছয়টি বিষয়ে পাঠদান করা হয়। গত রোববার শেষ ক্লাসের শিক্ষক পাঠদান করাবেন না—এমন খবরে অধিকাংশ শিক্ষার্থী শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে বাড়ি চলে যান। তবে এর পরপরই ওই ক্লাসে শিক্ষক এসে উপস্থিত হন এবং পাঠদান করেন। পরদিন সোমবার যথারীতি একই নিয়মে ক্লাস চলছিল।