রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘বাংলাদেশ প্রেক্ষাপট: মানবাধিকার প্রচার ও সুরক্ষা’ শীর্ষক ওই সেমিনারে প্রধান অতিথি আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মানবাধিকার রক্ষার বিষয়টি সরকারের অগ্রাধিকারের কেন্দ্রে রয়েছে। এ লক্ষ্য অর্জনে সরকার অনেক উদ্যোগও নিয়েছে। সরকার মানবাধিকারকে মূল্য দেয় বলেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে।
আইনমন্ত্রী বলেন, জনগণের অধিকার রক্ষায় সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।