আর্জেন্টিনার প্রথম একাদশে আনহেল দি মারিয়া সর্বশেষ খেলেছেন গ্রুপ পর্বে। এরপর শেষ ষোলো আর কোয়ার্টার ফাইনাল পেরিয়ে শেষ চারে উঠে এসেছেন লিওনেল মেসিরা। এবার দি মারিয়া কি সেমিফাইনালে প্রথম থেকে খেলতে পারবেন?
প্রশ্নটা উঠছে শতভাগ ফিট হতে লম্বা সময় লাগায়। দি মারিয়া ঊরুতে চোট পেয়েছিলেন পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে। শুরুতে গুরুতর কিছু মনে হয়নি। কিন্তু শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁকে খেলানো যায়নি। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও নব্বই মিনিটের খেলায় বেঞ্চে বসিয়ে রাখা হয়। কিন্তু শেষ মুহূর্তে ২-২ সমতা হয়ে যাওয়ায় অতিরিক্ত সময়ে (ম্যাচের ১১২ মিনিটে) ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে তুলে দি মারিয়াকে পাঠানো হয়।
অনেকেরই কৌতূহল, দলের দরকার না হলে একজন ডিফেন্ডারের জায়গায় দি মারিয়াকে কি খেলানো হতো? একই কারণে অনেকের শঙ্কা, দি মারিয়া কি সেমিফাইনাল খেলার জন্য শতভাগ ফিট?
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।